ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বৃষ্টি মাথায় নিয়ে টিকা কেন্দ্রে ভিড়

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, আগস্ট ৮, ২০২১

বৃষ্টি মাথায় নিয়ে টিকা কেন্দ্রে ভিড়

সারা দেশে গণটিকাদানের দ্বিতীয় দিন চলছে। প্রথম দিন থেকে করোনার প্রতিষেধক নিতে গ্রহীতাদের উৎসাহ ছিল লক্ষণীয়। রবিবার সকাল থেকেও টিকা কেন্দ্রে ভিড় দেখা যায়।

 

রাজধানীর একাধিক কেন্দ্রে দেখা গেছে, সকাল থেকে বৃষ্টি থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন। তা সত্ত্বেও বেশির ভাগকেই টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায়।

 

এ দিকে করোনাভাইরাস প্রতিরোধে শুরু হওয়া গণটিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা পেয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন মানুষ, যাদের ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনই প্রথম ডোজ টিকা নিয়েছেন।

 

শনিবার মধ্যরাতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার টিকা প্রদানের তথ্য ছিল না।

 

দেশের বিভিন্ন জেলা থেকে দেশ রূপান্তরের প্রতিনিধিরা গণটিকাদানের প্রথম দিন বিভিন্ন কেন্দ্রে বেশকিছু বিশৃঙ্খলার তথ্য দিয়েছেন। তারা জানিয়েছেন, প্রথম দিনেই টিকা না পেয়ে ফিরে যেতে হয়েছে অসংখ্য মানুষকে। কোনো কোনো কেন্দ্রে হয়েছে বিশৃঙ্খলা। গ্রামের দিকে বেশিরভাগ কেন্দ্রে মানা হয়নি স্বাস্থ্যবিধিও।

 

আবার কোনো কোনো এলাকায় জনপ্রতিনিধিদের টোকেন ছাড়া টিকা না দেওয়ার যেমন অভিযোগ উঠেছে; তেমনি এই টোকেনে ২৫ বছরের কম বয়সীরাও টিকা পেয়েছেন বলে জানা গেছে।

 

তবে গণটিকাদান কর্মসূচি নিয়ে সন্তুষ্ট স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম শনিবার রাতে বলেন, গণটিকাদান কর্মসূচি যথেষ্ট ভালোভাবেই শুরু হয়েছে। আমরা এখন (গতকাল রাত সাড়ে ৮টা) সারা দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। বিভিন্ন উপজেলা থেকে তথ্য নিচ্ছি। বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হলেও মানুষের ব্যাপক আগ্রহ ছিল। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই প্রথম দিন শেষ হয়েছে।