চীনের তৈরি অ্যাপ টিকটক নিয়ে বিভিন্ন দেশেই সমস্যা তৈরি হয়েছে। ভারত আগেই এই অ্যাপ বন্ধ করে দিয়েছিল। আমেরিকা নানা প্রশ্ন তুলেছে। এবার টিকটকের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছে ইতালি।
সম্প্রতি নেদারল্যান্ডসের সরকার জানিয়েছে, কোনো সরকারি প্রতিনিধি তাদের অফিসের দেওয়া ফোনে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। যুক্তরাজ্য, বেলজিয়াম এবং আমেরিকা আগেই এই নির্দেশ জারি করেছিল।
ইতালির বক্তব্য, টিকটক যে নিয়মাবলী দিয়ে রেখেছে, তা পালন হচ্ছে কি না, সে দিকে নজর দেয় না। শুধু তাই নয়, তারা নিজেদের নিয়ম নিজেরাই ভাঙছে বলে অভিযোগ। আত্মহত্যা, নিজেকে কষ্ট দেওয়া, দারিদ্র্য, খেতে না পাওয়া- এসব বিষয়ের ওপর টিকটকে কনটেন্ট থাকছে বলে অভিযোগ। কর্তৃপক্ষ তা সরিয়ে দিচ্ছে না।
সূত্র: ডয়চে ভেলে