ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ৮, ২০২৪ |

EN

ঢাকার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে আগ্রহী জাপান: জাপান প্রধানমন্ত্রী

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

ঢাকার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে আগ্রহী জাপান: জাপান প্রধানমন্ত্রী
ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে চীনের প্রভাবমুক্ত রাখতে বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ঢাকার সাথে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে আগ্রহী জাপান। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষণে তিনি এ মত দেন।  

দু'দিনের সফর শেষে দিল্লি ছেড়েছেন কিশিদা। সফরে ভারত-জাপান দ্বিপক্ষীয় আলোচনায় ঘুরে ফিরেই উঠে আসে 'চীন ইস্যু'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ার ওপর জোর দেন জাপানের সরকার প্রধান।

সে লক্ষ্যে ২০৩০ সাল নাগাদ ৭৫ বিলিয়ন ডলারের পরিকল্পনাও প্রকাশ করেন তিনি। চীনকে মোকাবিলায় অঙ্গীকার করেন বঙ্গোপসাগরীয় অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে অ্যাক্ট ইস্ট নীতি বাস্তবায়নের। আর এ ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন কিশিদা। বলেন, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টোকিও'র নজর এড়ায়নি। শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দিল্লির পাশাপাশি ঢাকার সাথেও সহযোগিতার ক্ষেত্র বিস্তারে আগ্রহী জাপান।