ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ভোট চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রেও আছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

ভোট চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রেও আছে: ওবায়দুল কাদের

ফাইল ছবি

অন্যের সমালোচনা করার আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন- ভোট চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রেও আছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর বংশালে যুবলীগের সম্মেলনে এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন- ত্রুটিমুক্ত গণতন্ত্র পৃথিবীর কোন দেশে আছে?

যারা বাংলাদেশ সম্পর্কে অভিযোগ করছেন, তাদের দেশেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। তাদেরকে অন্যের বিরুদ্ধে অভিযোগ করার আগে ঘরের খবর নিতে বলেন তিনি। 

আজও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প তার পরাজয় মেনে নেননি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

যুক্তরাষ্ট্রে গান অ্যাটাক হয় জানিয়ে কাদের বলেন, অন্যের সমালোচনার আগে নিজেদের চেহারা দেখুন। বিএনপির পদযাত্রাকে পতনযাত্রা মন্তব্য করে বলেন, বিএনপির আন্দোলন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে। আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তারা ষড়যন্ত্র ও নাশকতায় নেমেছে। কার সাথে খেলবে আওয়ামী লীগ? -প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, এবার খেলা হবে নির্বাচনে।