Can't found in the image content. কাতার সফরে গেলেন নুরুল হক নুর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

কাতার সফরে গেলেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, মার্চ ২০, ২০২৩

কাতার সফরে গেলেন নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর হঠাৎ কাতার সফরে গিয়েছেন। কিছুদিন আগেই মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফেরার পর আবারও বিদেশ সফরে গেলেন তিনি।

আজ সোমবার (২০ মার্চ) সকাল ৯টায় একটি ফ্লাইটে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা হন। সূত্র জানিয়েছে, তার ঘনিষ্ঠ একজনের পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে কাতার সফরে গিয়েছেন ভিপি নুর।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে নুরুল হক নুরকে বিদায়ী শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ওমরার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন নুর। প্রায় এক মাসের মধ্যপ্রাচ্য সফর শেষে ১১ জানুয়ারি দেশে ফেরেন তিনি।