ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

চরম মুদ্রাস্ফীতির কবলে আরও এক দেশ

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, মার্চ ১৮, ২০২৩

চরম মুদ্রাস্ফীতির কবলে আরও এক দেশ
চরম মুদ্রাস্ফীতির থাবা পড়েছে নেদারল্যান্ডসে। দেশটিতে অস্বাভাবিকভাবে বেড়েছে জ্বালানি পণ্যের দাম। নেদারল্যান্ডসের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে অস্থির ইউরোপের জ্বালানি বাজার। অতিরিক্ত দামে জ্বালানি কেনায় অনেক দেশেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এবার সেই আঁচ লেগেছে নেদারল্যান্ডসেও।

নেদারল্যান্ডসের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জ্বালানির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে নেদারল্যান্ডসে। গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে খাদ্য দ্রব্যের দাম।

স্থির নেই নেদারল্যান্ডসের পোশাকখাতও। গত এক মাসেই দেশটিতে পোশাকের দাম বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। নিত্যপণ্য ও পোশাকের পাশাপাশি বেড়েছে জ্বালানির দামও। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছর জ্বালানির দাম বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ। এতে চরম বিপাকে পড়েছেন নেদারল্যান্ডসের সাধারণ মানুষ।

এদিকে বড় ধরনের সংকটের মুখে পড়েছে আর্জেন্টিনাও। বিগত কয়েক মাস ধরেই অর্থনৈতিক সংকটে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে দেশটির মুদ্রাস্ফীতি ১০২ শতাংশ ছাড়িয়েছে।

১৯৯১ সালের পর প্রথমবার এমন সংকটে পড়েছে দেশটি। আর মুদ্রাস্ফীতির কারণে আর্জেন্টিনায় লাগামহীন হয়ে পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।