Can't found in the image content. দুর্গাপুর ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ |

EN

দুর্গাপুর ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩

দুর্গাপুর ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ তালুকদার সাগর (মোটরসাইকেল প্রতীক) ৬ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম (নৌকা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৪৬৩ ভোট। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম (আনারস প্রতীক) ৭৭৮ ভোট পেয়েছেন।

ভোটের তথ্য নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।