Can't found in the image content. প্রাথমিক বিদ্যালয়গুলো মানচ্ছেন না সরকারী সময়সূচি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

প্রাথমিক বিদ্যালয়গুলো মানচ্ছেন না সরকারী সময়সূচি

দেওয়ান রানা, মদন, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩

প্রাথমিক বিদ্যালয়গুলো মানচ্ছেন না সরকারী সময়সূচি
নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ও গোবিন্দশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানছেনা সরকারের দেওয়া নিয়মনীতি। নেই কোনো মনিটরিং। 

মঙ্গলবার (১৪ই-মার্চ) সরজমিনে গেলে দেখা যায়, রাস্তার পাশে থাকা রূপাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ। তখন ঘড়িতে বাজে দুপুর ২.৩০ মিনিট। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিক্ষকরা অনেক আগেই স্কুল বন্ধ করে চলে গেছে। একটু সামনে গিয়ে দেখা যায়, নায়েকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাড়ি চলে যাচ্ছে। স্কুলে গিয়ে দেখি স্কুল বন্ধ।

গত সোমবার (১৩ই-মার্চ) গোবিন্দশ্রী গ্রামে রাস্তার পাশে থাকা গোবিন্দশ্রী বড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় বিদ্যালয় বন্ধ। ঘড়িতে তখন ২ টা বাজে।

এ বিষয়ে গোবিন্দশ্রী বড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক বলেন, আমি দুপুরে ভাত খাওয়ার জন্য বাড়িতে গেলে সহকারী শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে চলে যায়।

রূপাশ্রম মোয়াটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুজিদুল হক (মাজু) বলেন, আমি সহকারী শিক্ষকদের দায়িত্ব দিয়ে অফিসের কাজে মদন যাওয়ার সময় তাদের বলে এসেছিলাম মেঘবৃষ্টি আসলে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দিতে।

উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া সময়সূচি মানা না হলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।