ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বিদেশে টাকা পাচার এক ধরনের রোগ: হাইকোর্ট

আদালত প্রতিবেদক | আপডেট: সোমবার, মার্চ ১৩, ২০২৩

বিদেশে টাকা পাচার এক ধরনের রোগ: হাইকোর্ট
দেশ থেকে বিদেশে টাকা পাচার করাকে একটি রোগ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ই মার্চ) দুদকের একটি মামলার আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

আদালত বলেন, হাজার হাজার কোটি টাকা যে পাচার করে, কোনো সমস্যা হলে তা ফেরত পাবে না। আবার দেশে বিনিয়োগ করবে সেখানেও সমস্যা। সিন্ডিকেট কায়দা করে মামলা করাসহ বিভিন্নভাবে নিরুৎসাহিত করা হয়। বিনিয়োগ না করে টাকা পাচারের পথে যায়। তারা দেশে বিনিয়োগ করাটাকে নিরাপদ মনে করছে না।