Can't found in the image content. বীর মুক্তিযোদ্ধা মো.মহসিন নকীব মৃত্যুতে এমপি বিএইচ হারুন এর শোক প্রকাশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বীর মুক্তিযোদ্ধা মো.মহসিন নকীব মৃত্যুতে এমপি বিএইচ হারুন এর শোক প্রকাশ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, মার্চ ১৩, ২০২৩

বীর মুক্তিযোদ্ধা মো.মহসিন নকীব মৃত্যুতে এমপি বিএইচ হারুন এর শোক প্রকাশ
কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ১নং সিনিয়র সহ সভাপতি, আওরাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটন নকীব এর পিতা প্রবীন রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন নকীব নিজ বাড়িতে রোজ রোববার দিবাগত রাতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। 

এক শোকবার্তায় এমপি বিএইচ হারুন বলেন, প্রবীন রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন নকীব বঙ্গবন্ধু জাতির পিতার আদর্শ গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে ১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতায় অংশ নিয়ে যুদ্ধ করেছেন। পরবর্তীতে দেশ স্বাধীন হও্রয়ার পর থেকেই রাজনীতি নিয়ে ছিলেন।

এমপি বিএইচ হারুন আরও বলেন,রাজনৈতিক কারণে তার সঙ্গে আমার অনেক পুরানো সম্পর্ক রয়েছে। তার পরামর্শ রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।

এমপি বিএইচ হারুন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঝালকাঠি-১ আসনের  এমপি’র অ্যাম্বাসেডরের প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।