Can't found in the image content. ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, মার্চ ১০, ২০২৩

ইমরান খানের বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তানের কুয়েটা প্রদেশের স্থানীয় একটি আদালত ফের ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দেশটির দণ্ডবিধি ও ইলেকট্রনিক অপরাধ দমন আইনের কয়েকটি ধারায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়। খবর জিও নিউজের। 

কুয়েটার এক জুডিশিয়াল মেজিস্ট্রেট সাবেক এই প্রধানমন্ত্রীকে দ্রুত আদালতে হাজির করার আদেশ দিয়েছেন। 

এদিকে ইমরান খানের বিরুদ্ধে কুয়েটা প্রদেশের একটি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। মূলত গত রোববার দেওয়া ভাষণের সময় রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করে এই এফআইআর করা হয়েছে। 

আবদুল খলিল কাকার নামের এক ব্যক্তি এই এফআইআর দায়ের করেন। এতে বলা হয়, পাকিস্তান দণ্ডবিধির ১৫৩ (ক), ১২৪ (ক) এবং পাকিস্তান ইলেকট্রনিক অপরাধ দমন আইনের ৫০৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। 

ইমরান খানের বিরুদ্ধে কাকারের অভিযোগ, তার (ইমরান খান) বক্তব্য সমাজে শান্তি নষ্ট করবে ও বিশৃঙ্খলা তৈরি করবে। 

প্রসঙ্গত, রোববার ইসলামাবাদের জামান পার্কে নিজ বাড়িতে বক্তব্য দেওয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানাদির কড়া সমালোচনা করেন ইমরান খান।