আগামীকাল শুক্রবার (১০ মার্চ) সারা দেশে ৫৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১টায়। এ বছর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২ জন শিক্ষার্থী। এবার পুরুষের চেয়ে নারী আবেদনকারীর সংখ্যা বেশি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয়বার অংশ নেওয়া প্রার্থীদের কাটা যাবে ৮ নম্বর। প্রশ্নফাঁস গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
দেশে ১০৮টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আসন ১১ হাজার ১২২টি। আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৯ হাজারের বেশি। সরকারি মেডিকেলে প্রতি আসনে লড়ছে ৩২ জন শিক্ষার্থী। আর সরকারি-বেসরকারি মিলিয়ে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ১২ জন। পুরুষের চেয়ে নারী আবেদনকারী ৮ শতাংশ বেশি।
এ বছর ৩৭টি সরকারি মেডিকেলে আসন ৪ হাজার ৩৫০ জন। এর মধ্যে মেধায় ৩ হাজার ৩৮৪, জেলা কোটায় ৮৪৬, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ ও উপজাতি কোটায় ভর্তির সুযোগ পাবেন ৩৩ জন।
আর বেসরকারি ৭১ মেডিকেলে ৬ হাজার ৭৭৬ আসনের বিপরীতে যোগ্য বলে বিবেচিত হবেন ৩৩ হাজার ৮৬০ জন। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে কাটা যাবে ৮ নম্বর, যা গত বছর ছিল পাঁচ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এবিএম জামাল বলেন, জালিয়াতি বন্ধে এ বছর এমবিবিএস ভর্তি হবে ডিজিটাল পদ্ধতিতে। দালালদের দৌরাত্ম্য বন্ধে বিদেশি শিক্ষার্থীদের কলেজ নির্বাচন হবে অনলাইনে।
তিনি জানান, ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বর না পেলে কোনো শিক্ষার্থী বিদেশে এমবিবিএস ভর্তির সুযোগ পাবেন না।