ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, খেরসন অঞ্চলের পোনিয়াতিভকা গ্রামের একটি বাড়িতে আঘাত করে রাশিয়ার হামলাকৃত গোলা।
গত বছর ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হয় রাশিয়ায়। এর কয়েক দিন পরই খেরসন দখলে নেয় রুশ বাহিনী। তবে গত নভেম্বরে তা ফের ফিরিয়ে নেয় ইউক্রেন। অঞ্চলটিতে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ চালায় পুতিনের সেনাকর্মীরা।
এদিকে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, বাখমুতে একদিনে (শনিবার) ১৩০টি গোলাবর্ষণ করেছে শত্রুবাহিনী।
সেনাপ্রধান আরও বলেন, বাখমুত পুরোপুরি ঘেরাও করে ফেলতে চাইছে তারা। তবে আমরা তা হতে দেব না। বাখমুতে গত কয়েক দিন ধরে চলছে তুমুল লড়াই। ইউক্রেন বলছে, দুর্গের মতো শহরটিকে রক্ষা করবে ইউক্রেনীয় সেনারা।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বাখমুতে পরিস্থিতি কঠিন তবে নিয়ন্ত্রণে আছে।
প্রসঙ্গত, বাখমুতে তীব্র যুদ্ধের কারণে শহরটি থেকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছেন অসংখ্য বাসিন্দা।