যুক্তরাষ্ট্র যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের জন্য শুক্রবার একটি নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে। সহায়তা প্যাকেজে প্রধানত গোলাবারুদ থাকছে। রুশ আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এগুলো কাজে লাগবে বলে জানিয়েছে হোয়াটি হাউস। খবর এএফপি’র।
বৃস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘শুধু একতরফাভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আরেক দফা সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এ সহায়তা প্যাকেজের অস্ত্রের বেশির ভাগই গোলাবারুদ, যা ইউক্রেনের যোদ্ধাদের কাছে থাকা সিস্টেমগুলোর জন্য প্রয়োজন হবে।’ বিশেষকরে নির্ভুল রকেট লাঞ্চার হিমার্সের জন্য।
এ ব্যাপারে কিরবি বিস্তারিত আর কিছু জানাননি।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের হোয়াইট হাউস সফরের সময় এ ঘোষণা দেওয়া হবে।
পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের গতি বাড়াবে যাতে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার সৈন্যদের নতুন হামলা প্রতিহত করতে সক্ষম হয়।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন কিয়েভে জরুরিভাবে ১৫৫-মিলিমিটার গোলা সরবরাহ করার ঘোষণা দিয়েছে।