রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার অনুরোধ জানানো হয়েছে, তবে দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন। সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে আসলে ভারসাম্য তৈরি হয়। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, সব দল অংশ না নেয়ায় ভোটারদের আগ্রহ কম। তবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।
২০১৪ ও '১৮ তে, কি হয়েছে সেটা নিয়ে নয়, কমিশন সামনের দিকে তাকাতে চায় বলেও জানান সিইসি। জাতীয় ভোটার দিবসে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার। ভোটার সংখ্যা বৃদ্ধির এই হার ৫ দশমিক ১৮ শতাংশ। এর আগে, নির্বাচন কমিশনের আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়।