অ্যাডিনো ভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গে। এনিয়ে অ্যাডিনো আক্রান্ত অন্তত ১২ শিশুর মৃত্যু হলো এ বছর। একে করোনার থেকে ভয়াবহ উল্লেখ করে আক্রান্ত শিশুদের স্কুল ও ডে-কেয়ার সেন্টারে না পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
অ্যাডিনোর উপসর্গ জ্বর, ঠাণ্ডা আর শ্বাসকষ্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে চার শতাধিক শিশু। এর মধ্যে মঙ্গল (২৮ ফেব্রুয়ারি) ও বুধবার (১ মার্চ) কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ শিশুর মৃত্যু হয়।
শ্বাসকষ্ট নিয়ে আসা শিশুদের অন্য হাসপাতালে রেফার না করে চিকিৎসা শুরু করতে হবে জানিয়ে অ্যাডিনোর প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালের শিশুরোগ বিভাগকে সতর্ক করে ১০ দফা স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
এদিকে বুধবার পর্যন্ত হুগলিতে ৯৫ জন, কোচবিহারে ৮২ জন, শিলিগুড়িতে ২৬ জন ও কালনায় শতাধিক শিশু অ্যাডিনোর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে আড়াইশ' থেকে তিনশ' শিশু অ্যাডিনোর উপসর্গ নিয়ে যাচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। পরিস্থিতি ধীরে ধীরে গুরুতর হচ্ছে বলে সতর্ক করেছেন কলকাতার প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপূর্ব ঘোষ। আর ফুসফুস বিশেষজ্ঞ পার্থসরথি ভট্টাচার্যের মতে, করোনার মতোই রূপ পাল্টে ভয়ঙ্কর হচ্ছে অ্যাডিনো।