বলা বাহুল্য, ভারতে বিলিয়নেয়ার ইলন মাস্কের উল্লেখযোগ্য সংখক ভক্ত রয়েছেন, যারা প্রতি মুহূর্তে তাকে অনুসরণ করেন। বিশ্বের শীর্ষ ধনীর পাগলাটে ভক্ত থাকাটা স্বাভাবিক। কিন্তু ভারতের বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটেছে, তা হয়তো সব সীমা পার করে ফেলেছে।
জানা যায়, ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ডের প্রশংসা জানাতে বিশেষ ‘পূজা’ আয়োজন করে বেঙ্গালুরুর কয়েকজন স্থানীয় বাসিন্দা। সে আয়োজনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
ভিডিওটিতে দেখা যায়, সেভ ইন্ডিয়ান ফ্যামিলি ফেডারেশন (এসআইএফএফ) নামক সংগঠনের কয়েকজন সদস্য বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ইলনকে উদ্দেশ্য করে বিশেষ 'পূজা’ দিচ্ছেন। এমনকি, এক ব্যক্তি ইলনের ছবি সংবলিত পোস্টারের সামনে ধূপকাঠি জ্বালিয়ে ‘বাবা ইলন মাস্ক কি, জয়’ স্লোগান দিচ্ছেন।
নরসিং নামের আইডি থেকে শেয়ার করা ওই ভিডিও’র ক্যাপশনে লেখা হয়, টুইটার কিনে নেওয়ায় ও কর্তৃপক্ষের নিপীড়নের বিরুদ্ধে মতামত প্রকাশের অনুমতি দেওয়ায় এসআইএফএফ সদস্যরা ‘গুরু ইলন মাস্কে’র উপাসনা করছেন।
শেয়ার করার পরপরই অসংখ্য টুইটার ব্যবহারকারী ভিডিওটির নিচে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। একজন লিখেছেন, ইলন মাস্ক সমান বাকস্বাধীনতা। টুইটার কেনার পাশাপাশি স্থগিত ও নিষিদ্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারের জন্য ধন্যবাদ।
অন্য একজন মন্তব্য করেছেন, হ্যাট’স অফ টু ইউ। আশা করি, এ বার্তাটি সারাবিশ্বে ছড়িয়ে পড়বে ও সচেতনতা তৈরি করার পাশাপাশি সংস্কার আনবে। আরেকজন লিখেছেন, ‘আরে! ইলন মাস্ক আমাদের ঈশ্বর নির্বাচিত হওয়ায় অভিনন্দন। এদিকে, বেশ কয়েকজন ব্যবহারকারী ইলন মাস্ককে ট্যাগ করে ভিডিওটি দেখার আহ্বান জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি