মানুষের জীবন পরিবর্তনে উত্তম সঙ্গীর প্রভাব থাকে প্রকটভাবে। ভালো সঙ্গী মানুষকে আলোর পথ দেখায়। আর মন্দ সঙ্গী মানুষকে মন্দের দিকে টেনে নিয়ে যায়। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় সঙ্গীর কারণে। সঙ্গীর ভালো গুণগুলো খুব সহজেই মানুষের মাঝে সংক্রমণ হতে থাকে।
উত্তম জীবন সঙ্গী সবারই প্রত্যাশা। প্রত্যেক নারীই উত্তম স্বামী আর প্রত্যেক পুরুষই উত্তম স্ত্রীর আকাঙ্খা করে। এ প্রত্যাশা পুরণে আল্লাহর ওপর একান্ত আস্থা ও বিশ্বাসের বিকল্প নেই। আল্লাহ তাআলা কুরআনে পাকে উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া শিখিয়েছেন।
অনেক মানুষই জানতে চায় কিংবা দুঃশ্চিন্তায় থাকে যে, কিভাবে উত্তম স্বামী কিংবা স্ত্রী পাওয়া যায়। আবার বিবাহিত স্বামী-স্ত্রীও জানতে চায় কিভাবে উত্তম সন্তান লাভ করা যায়। তাদের জন্যই এ কুরআনি আমল-
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দাও।’ (সুরা ফুরক্বান : আয়াত ৭৪)
اللهم،انى اسئلك اجعلني من صالح ما تعطي الناس من والمال و الاهل والولد غير الضار ولا المضر
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট সম্পদ, স্ত্রী ও সন্তানদের মধ্য থেকে এমন ভালো ও উত্তম জিনিস কামনা করি যা আপনি মানুষকে দান করেন। যারা নিজেরা ভ্রান্ত হবে না এবং অন্যকে ভ্রান্ত করবে না।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاي وَأَهْلِي وَمَالِي
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট আমার দীন, দুনিয়া ও সম্পদের ব্যাপারে ক্ষমা ও নিরাপত্তা কামনা করছি।
যারা মহান আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী লাভের প্রত্যাশা করে, তাদের উচিত মহান আল্লাহর কাছে তারই শেখানো ভাষায় আবেদন করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বান্দাকে উত্তম স্বামী/স্ত্রী ও সন্তান লাভের দোয়া শিখিয়েছেন। যেসব স্বামী/স্ত্রী ও সন্তান একে অন্যের চোখকে শীতল করবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনি আমলের মাধ্যমে উত্তম জীবনসঙ্গী ও সুসন্তান লাভের তাওফিক দান করুন। আমিন।