ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

হাওর অঞ্চলে যোগাযোগের সব রাস্তা এলিভেটেড করা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৩

হাওর অঞ্চলে যোগাযোগের সব রাস্তা এলিভেটেড করা হবে: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন শেষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পানি চলাচলে যেন কোন প্রতিবন্ধকতা না হয়, এজন্য হাওর অঞ্চলে যোগাযোগের সব রাস্তা এখন থেকে এলিভেটেড করা হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে রওয়ানা হয়ে ১০টা ৪০ এ মিঠামইন পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন এবং পতাকা উত্তোলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান পরবর্তী ভাষণে তিনি জানান, দেশের সার্বভোমত্ব রক্ষায় সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে কাজ চলছে। 

প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। এছাড়া কোন মানুষ গৃহহীন থাকবে না, দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। করোনা পরবর্তী যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্বব্যাপী খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রভাব ঠেকাতে উৎপাদন বৃদ্ধির আহবান জানান প্রধানমন্ত্রী। 

কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৃক্ষরোপন, পাঁচটি ইউনিটের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের যাত্রা।  

অনুষ্ঠান শেষে বেলা ১টার দিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে পৌছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তিনটায় যাবেন মিঠামইন উপজেলার সমাবেশে।  জনসভায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে বলে আশা আওয়ামী লীগ নেতাদের।