দুই স্ত্রী অন্তঃসত্ত্বা। এর মাঝে তিন নম্বর বিয়েটা সেরে ফেললেন ইউটিউবার আরমান মালিক! নতুন বউ লক্ষ্যকে নিয়ে বাড়িতে ঢুকতেই তুলকালাম শুরু হল। গলায় মালা পরে লক্ষ্যর হাত ধরে আরমান বাড়িতে প্রবেশ করেছিলেন। যা দেখে চমকে ওঠেন তাঁর দুই স্ত্রী। বাড়িতে ঢুকে আরমান বলেন, 'চোখ বন্ধ করো দু'জনে। আমার কাছে সারপ্রাইজ আছে।' এরপর মিষ্টির প্যাকেট হাতে ঘরে প্রবেশ করেন লক্ষ্য। যা দেখে অবাক হয়ে যান আরমানের দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা।
টিকটকারের প্রথম স্ত্রী পায়েল অবাক হয়ে বলেন, 'কী করেছ আবার? কার সঙ্গে এর বিয়ে দিলে?' আরমানের উত্তর, 'কারও সঙ্গে দিইনি। নিজেই করেছি।' স্বামীর কথা শুনে আসন ছেড়ে উঠে পড়েন পায়েল।
কৃতিকাও ভীষণ মর্মাহত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, 'তুমি কেমন মানুষ গো? পায়েল থাকতে আমাকে বিয়ে করলে। আর এখন আরও একজনকে নিয়ে এসেছ! তোমার লজ্জা করে না?'
দুই স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন আরমান মালিক। বলেন, 'আরে তোমাদের সেবার জন্য এনেছি ওকে।' এরপর আরমান লক্ষ্যকে নির্দেশ দেন পায়েল এবং কৃতিকার হাতে মিষ্টি তুলে দেওয়ার জন্য।
পায়েল এবং কৃতিকা সোচ্চার হয়ে ওঠেন। পায়েল বলেন, 'আমার কোনও সেবা চাই না।' কৃতিকাকে দেখিয়ে তাঁর সংযোজন, 'একজনকে আগেই নিয়ে এসেছিলেন। এবার আরও একজনকে নিয়ে এলে?'
কৃতিকা পায়েলকে বলেন, 'আমার ব্যাপারটা তো আলাদা। বাইরের লোকের সামনে এসব বলছিস কেন?' এরপর কৃতিকা আরমানকে প্রশ্ন করায় তিনি বলেন, 'তোমাকে যেমন এনেছিলাম, তেমন একেও এনেছি।'
স্বামীর কথাবার্তা শুনে বেজায় চটে যান পায়েল এবং কৃতিকা। একজন পুলিশ ডাকার হুমকি দেন। অপরজন সোসাইটির লোক ডেকে মার খাওয়ানোর কথাও বলেন। এরপর ফুঁসে ওঠেন লক্ষ্য।
তিনি বলেন, 'আমি তো রেজিস্ট্রি করে এসেছি।' কৃতিকার পালটা, 'সে তো আমিও এসেছিলাম!' পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে অবশ্য হেসে ফেলেন আরমান।
সোশাল মিডিয়া স্টার জানান, তিনি নিজের ভাই নিতিন, বন্ধু ভবানী এবং লক্ষ্যর সহযোগিতা নিয়ে ওই প্র্যাঙ্ক করেছিলেন। যদিও এই রসিকতায় চটে গিয়েছিলেন তাঁর স্ত্রীরা।
তাঁরা শেষ পর্যন্ত বুঝে উঠতে পারেননি কী ঘটল। কৃতিকা এবং পায়েল শেষ অবধি জিজ্ঞেস করেছেন, 'তুমি আবার বিয়ে করোনি তো?' আরমান তাঁদের আশ্বস্ত করেন। লক্ষ্যও জানান, সবটা মজা ছিল। ক্যামেরা দেখানোর পর বিশ্বাস করেন পায়েল এবং কৃতিকা।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে মেঘা নামের এক যুবতীর সঙ্গে রিল ভিডিয়ো বানাচ্ছেন আরমান। 'ইনি কি তৃতীয় স্ত্রী?' প্রশ্ন ছুড়তে শুরু করেছেন নেটিজেনরা। এক সংবাদমাধ্যমকে আরমান জানিয়েছেন, বিষয়টি সঠিক নয়। তৃতীয় বিয়ের অভিসন্ধি নেই, জানান তিনি।
সূত্র: এই সময়