যুক্তরাষ্ট্রকে এবার সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমেরিকানরা যদি কিয়েভকে সমর্থন অব্যাহত না রাখে, তা হলে তারা বৈশ্বিক তথা ভূরাজনৈতিক ঝুঁকিতে পড়বে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বর্ষপূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, মার্কিনিরা যদি কিয়েভকে অর্থায়ন বন্ধ করে, তা হলে তারা বিশ্বনেতৃত্বের আসন হারাবে, যা এখন তারা ভোগ করছে।
প্রসঙ্গত, দেখতে দেখতে ইউক্রেন যুদ্ধ এক বছর পেরিয়ে গেছে। ইতোমধ্যে দেশটিতে দেড় হাজার কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে— কিয়েভকে আর সহায়তা না দেওয়ার।
এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলারের বেশি দিয়েছি, অথচ ইউরোপ তেমন কিছুই দেয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকেই এমন দাবি তোলা হচ্ছে।
এমনই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তারা (আমেরিকা) যদি তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন না করে, তা হলে ন্যাটো হারিয়ে যাবে, আমেরিকার প্রভাব হারাবে— এমনকি বর্তমান বিশ্বে তারা যে নেতৃত্বের সুবিধা উপভোগ করছে, সেটিও হারাবে।