চীন সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে বেইজিংয়ের ১২ দফা প্রস্তাবের পর এ ঘোষণা এল। খবর আল জাজিরা।
গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ কথা জানিয়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ তৈরিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান তিনি।
প্যারিসে অনুষ্ঠানরত কৃষি বিষয়ক এক প্রদর্শনীতে অংশ নিয়ে মাখোঁ জানান, এপ্রিলের শুরুর দিকে চীন সফরে যাবেন তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে মস্কো। প্রথম বর্ষপূর্তির আগে ২২ ফেব্রুয়ারি জাতিসংঘে গৃহীত হয় যুদ্ধ বন্ধের প্রস্তাব। তবে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন এ প্রস্তাবে ভোট দেয়নি। পরদিন তারা যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিসহ ১২ দফা প্রস্তাব দেয়।
চীনের শান্তি প্রস্তাবকে ‘ভালো বিষয়’ উল্লেখ করে মাখোঁ বলেন, রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব।