ইউক্রেনকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে টিকিয়ে রাখার দায়িত্ব সেনাবাহিনীর। ইউক্রেন যুদ্ধের এক বছর উপলক্ষ্যে সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।
সেনাদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক মিনিট এবং প্রত্যেক ঘণ্টায় ইউক্রেন আপনাদের ওপর নির্ভরশীল। আপনারাই ইউক্রেনের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন এবং আগামীতেও রাখবেন।
গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অবিরত লড়াই করে গেছেন ইউক্রেনের সেনারা। এর মধ্যে অনেক সেনা হতাহত হয়েছেন। বাখমুতসহ অনেক শহরে রুশ সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াই করছে সেনাবাহিনী।
এর আগে জেলেনস্কি দাবি করেন, ২০২৩ হবে ইউক্রেনের জন্য বিজয়ের বছর। এ বছর ইউক্রেনের কোনো পরাজয় ঘটবে না।
ইউক্রেন যুদ্ধের এক বছর উপলক্ষ্যে এক টুইটবার্তায় তিনি লিখেছেন, যুদ্ধের গত এক বছর ছিল দুঃখ ও বেদনায় ভরা, আর আগামী এক বছর হবে হাসি আর আনন্দে পূর্ণ। আমরাই জিতব।