রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।
তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতির ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি। রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে কিয়েভের যা কিছু দরকার, সবই করবে ওয়াশিংটন।
এদিকে বিশ্বের শিল্পোন্নত শীর্ষ সাত দেশের জোট জি-৭ শুক্রবার নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
জ্যাক সুলিভান আরও বলেন, রাশিয়ার অর্থনীতির চাকা বন্ধ না করলে যুদ্ধের গতি কমবে না।
যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান চাওয়ার বিষয়ে এ মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেন, স্বল্পমেয়াদি যুদ্ধের জন্য এ বিমান নয়। তবে ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য এ যুদ্ধবিমানের কথা ভাবা যেতে পারে।