পূর্ব উপকূলে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুইদিন উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ রাখার পর স্বল্প পাল্লার এক জোড়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুটি রকেট লঞ্চারের মাধ্যমে এক জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে একটির দূরত্ব ছিল ৩৯৫ কিলোমিটার এবং অন্যটির ৩৩৭ কিলোমিটার।
ক্ষেপণাস্ত্র দুটি নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ৬০০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারটি কৌশলগত পারমাণবিক অস্ত্রের একটি মাধ্যম। শত্রুর এয়ারফিল্ডকে "পঙ্গু করে দিতে" সক্ষম এটি।
জাপানও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিপেক্ষের বিষয়টি জানিয়েছে। জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে এতে কোনো ধরনের ক্ষতি হয়নি।