Can't found in the image content. বিশ্বে আরও ৩০৯ জনের মৃত্যু, শনাক্ত ৮০ হাজার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জানুয়ারী ৮, ২০২৫ |

EN

বিশ্বে আরও ৩০৯ জনের মৃত্যু, শনাক্ত ৮০ হাজার

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৩

বিশ্বে আরও ৩০৯ জনের মৃত্যু, শনাক্ত ৮০ হাজার
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩০৯ জন মারা গেছেন। একই সঙ্গে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮০ হাজার ৭১৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপান ও তাইওয়ানে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯০ হাজার ৫৪৯ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৬৭ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৫০১ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ১১ লাখ ৬৮ হাজার ৯৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ১৩০ জনের মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ১২৪ জনের।

অন্যদিকে তাইওয়ানে মৃত্যু হয়েছে ৫৫ জনের। আর করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৪ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬০৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। আর একই সময়ে দেশটিতে মারা গেছেন ১৪ জনে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা হয়েছে ১১ লাখ ৪২ হাজার ৩৮৪ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৫৯২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ৩৬ জন, চিলিতে ১৪, দক্ষিণ কোরিয়ায় ১২ জন।