ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বর্ষপূর্তি যত এগোচ্ছে ততই হামলার মাত্রা বাড়িয়ে দিচ্ছে মস্কো। এর অংশ হিসেবে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা হয়েছে। এর মধ্যে দোনেৎস্ক, খেরসন ও দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সামরিক প্রশাসনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাভলোহার্ড শহরে ঘুমন্ত মানুষের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। রাতটিকে স্থানীয়দের জন্য ‘ভয়ংকর রাত’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান শেরহি লিসাক বলছেন, শহরের বাসিন্দারা যখন ঘুমাচ্ছিলেন, তখন মিসাইল (ক্ষেপণাস্ত্র) হামলা চালায় রাশিয়া। এ হামলায় ৭৯ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।
মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া পোস্টে লিসাক বলেন, ‘পাভলোহার্ডের মানুষের জন্য এটি একটি ভয়ংকর রাত। ঘড়ির কাঁটা যখন রাত ৩টায় এবং লোকজন যখন তাদের ঘরে শান্তিতে ঘুমাচ্ছিল- তখনই শত্রুরা হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘শিল্প-কারখানা ধ্বংস হয়েছে। হামলার পর আগুনের সূত্রপাত হলে উদ্ধারকারীরা তা নিভিয়ে ফেলেছেন।’
ইউক্রেনের এ আঞ্চলিক সামরিক কর্মকর্তা বলেন, শত্রুদের হামলায় ৭টি ব্যক্তিগত ভবন ধ্বংস এবং অন্তত ৩০টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, এ অঞ্চলে হামলার সময় ইউক্রেনীয় বাহিনী ৫টি মিসাইল গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।