বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নবীন শিক্ষার্থীদের বরন করে নেওয়ার জন্য ১৫ই ফেব্রুয়ারি বিকেল ৩ ঘটিকায় নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থল ছিল নবীন প্রবীনদের মিলনমেলায় মুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এম.পি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (এম.পি) এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী নবীনদের উদ্দেশ্য বলেন,স্মার্ট বাংলাদেশের স্মর্ট নাগরিক হবে আজকের তরুনরা। স্মার্ট বাংলাদেশে গড়ার জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে সবচেয়ে বেশি। তাছাড়া বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের অবদান এবং টেক্সটাইল খাতকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর ভূমিকা তিনি তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার উপর জোড় দেন। তিনি বলেন অনেক সময় বিশ্ববিদ্যালয় এটিকে কালচার হিসেবে ধরে নেয়, কিন্তু যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে নবীন হিসেবে ভর্তি হয় তার অধিকার আছে স্বাধীন ভাবে মত প্রকাশের।
তিনি বলেন,দেশের বস্ত্র খাতে বস্ত্র প্রকৌশলীদের অসামান্য অবদান রয়েছে,দেশের অর্থনীতিতে ৮০ শতাংশের বেশি এ শিল্প থেকে আসে। যাতে এই শিল্প হারিয়ে না যায়,সেজন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে টেকনিক্যাল টেক্সটাইলের দিকে নজর দেওয়ার কথা জানান। সর্বোপরি নবীনতম ব্যাচের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( বুটেক্স) শাখা ছাত্র লীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ জয়।