Can't found in the image content. ২ হাজার ৪২২ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

২ হাজার ৪২২ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৩

২ হাজার ৪২২ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জন নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের অধীনে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স
পদসংখ্যা: ২৪২২
বয়সসীমা:  সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

যোগ্যতা: সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে।


ডিপ্লোমা নার্স পদে আবেদনের জন্য কোনও ইনস্টিটিউট থেকে নার্সিং ডিপ্লোমা সনদ থাকতে হবে।


আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদন ফি: ৫০০ টাকা।