Can't found in the image content. ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ৯ হাজার ছাড়াল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ৯ হাজার ছাড়াল

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ৮, ২০২৩

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহত ৯ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

তুরস্কের দুর্যোগ সংস্থার তথ্যমতে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৫৭ জনে। 

সিরিয়ায় নিহতের সংখ্যা যাচাই করা কঠিন বলছে বিবিসি। তবে এর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও একটি উদ্ধারকারী দল বলছে, প্রায় আড়াই হাজার লোক মারা গেছে সেখানে।

আড়াই কোটিরও বেশি মানুষ শক্তিশালী এই ভূমিকম্পের শিকার হয়েছেন বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। 

বিবিসি জানায়, দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন। কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়ার মতো প্রায় কেউ নেই।

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।