ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজিত বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যে বইগুলোর বিষয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে ওই বইগুলো স্টলে রাখা যাবে না বলে আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক।
বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই হচ্ছে, ফাহাম আব্দুস সালামের লেখা 'মিডিয়োক্রিটির সন্ধানে', লেখক জিয়া হাসানের 'উন্নয়ন বিভ্রম' এবং লেখক ফয়েজ আহমদ তৈয়্যব-এর 'অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা'।