Can't found in the image content. সেরার মুকুট তাদের মাথায় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সেরার মুকুট তাদের মাথায়

জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ৮, ২০২৩

সেরার মুকুট তাদের মাথায়
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো এইচএসসি ২০২২ পরিক্ষার ফলাফল। সারাদেশে বিরাজ করছে খোশমোশ আবহাওয়া, বইছে খুশির জোয়ার। এই আনন্দ থেকে পিছিয়ে নেই লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ মহাবিদ্যালয়ের তালিকায় থাকা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। 

এ প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষা-২০২২ এ অংশগ্রহন করা প্রায় ৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৫১ শিক্ষার্থী। জিপিএ ৫ এ বিজ্ঞান বিভাগ রয়েছে এগিয়ে। জিপিএ ৪-৪.৯৯ মধ্যে রয়েছে প্রায় ১৫৮ শিক্ষার্থী, জিপিএ ৩ এর মধ্যে রয়েছে প্রায় ১১শিক্ষার্থী। এইচএসসি ২০২২ এ প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ ভাগ।

প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও এইচএসসি ২০২২ ব্যাচ ব্যবসায় শিক্ষা শাখার গাইড শিক্ষক মাহবুবুর রহমান বলেন, এই ফলাফলে আমরা গর্বিত ও আনন্দিত। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। 

জিপিএ ৫ প্রাপ্ত ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র হৃদয় শাহরিয়ার বলেন, আমি অত্যন্ত আনন্দিত। আমরা তিনটি বিভাগ হতে ২শত ৫১ জন জিপিএ ৫ পেয়েছে। শিক্ষকরা কষ্ট করেছেন, কষ্ট সার্থক হয়েছে। 

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিন বলেন, কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে আমরা শুরু থেকে তৎপর ছিলাম। বিভাগীয় প্রধান-গাইড শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় আমাদের আজকের এই অবস্থান। সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা, সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।

উল্লেখ্য যে, এ বছর ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেয়া হয়।

মোট ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৮২ হাজার ১৮৩ এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৫৩০।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৪৪৮টি কেন্দ্র মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ৫১ হাজার ৬৯৫ ছাত্র এবং ৪৩ হাজার ৬৮ ছাত্রী।

এছাড়া, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৯৩১। এর মধ্যে ৮৮ হাজার ৯১৮ ছাত্র এবং ৩৪ হাজার ১৩ জন ছাত্রী।