Can't found in the image content. চিলির বনাঞ্চলে ভয়াবহ দাবানল, মৃত্যু ২৩ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

চিলির বনাঞ্চলে ভয়াবহ দাবানল, মৃত্যু ২৩

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩

চিলির বনাঞ্চলে ভয়াবহ দাবানল, মৃত্যু ২৩

ছবি: রয়টার্স

গ্রীষ্মের প্রচণ্ড তাপে সৃষ্ট দাবানলে দক্ষিণ আমেরিকা দেশ চিলি বিপর্যস্ত। এ ঘটনায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৯৭৯ জন। খবর রয়টার্স।

গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করে। এ ছাড়া ১ হাজার ১০০ এর বেশি মানুষ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।

এই দুযোর্গের কারণে প্রশান্ত মহাসাগরীয় উপকূলরেখা থেকে বিস্তৃত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে চিলি।

রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানান, আবহাওয়ার বিরূপতার কারণে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

শুধু গত ৩ ফেব্রুয়ারিতেই ৭৬টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানান মন্ত্রী। স্থানীয় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় গতকাল আরো ১৬টি দাবানল ছড়িয়েছে বলে জানান কর্মকর্তারা।

জরুরি আদেশ জারি হওয়া অঞ্চলগুলো ঘনবসতিপূর্ণ না হলেও তিনটি অঞ্চলে অনেক খামার রয়েছে। যেখানে রফতানির জন্য আঙ্গুর, আপেল ও বেরি চাষ করা হয়। পাশাপাশি বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বনভূমি।

চিলির কর্মকর্তারা জানান, এই সংকট মুহূর্তে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, একুয়েডর, ব্রাজিল ও ভেনিজুয়েলার সরকার বিমান ও ফায়ার কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে।