Can't found in the image content. কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ পালিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ পালিত

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩

কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ পালিত
কলকাতা বইমেলায় প্রতিবারের মতো এবছরও পালিত হলো ‘বাংলাদেশ দিবস’। শনিবার (৪ জানুয়ারি) বইমেলা প্রাঙ্গণে পালিত হয়েছে ‘বাংলাদেশ দিবস’। এ উপলক্ষে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। এতে অংশ নেন দুই বাংলার বিশিষ্ট সাহিত্যিকরা। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রেজওয়ানা চৌধুরী বন্যাসহ বিশিষ্ট শিল্পীরা।

এবারের বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন তৈরি করা হয় বঙ্গভবনের আদলে। প্যাভিলিয়নটি তৈরি হয়েছে সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্যাভিলিয়নের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এবার বাংলাদেশের প্যাভেলিয়নে রয়েছে সময়, ভাষাচিত্র, সাহিত্য প্রকাশ, কাকলী প্রকাশ, জ্ঞানকোষ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ৪৩টি প্রকাশনা সংস্থা। পাঠকরা খুঁজে খুঁজে কিনছেন হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন, সেলিনা হোসেনের লেখা বই। জানা গেছে, সাদা কাগজের দাম বেড়ে যাওয়ায় নতুন বই প্রকাশ কম হয়েছে। তবু পাঠকের উৎসাহে খামতি নেই।