মিয়ানমারে সামরিক সরকার ও বিভিন্ন বিদ্রোহী সংগঠনের মধ্যে সংঘাত তীব্র হচ্ছে। চলমান এ সংঘর্ষের মধ্যেই ৩৭ শহরে মার্শাল ল জারি করেছে জান্তা সরকার। দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর একদিন পর আসে এ ঘোষণা।
সামরিক বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানা যায়, এসব এলাকার যেকোন ফৌজদারি মামলার শুনানি হবে জান্তা স্থাপিত আদালতে। দেয়া হয়েছে মৃত্যুদন্ড ও যাবজ্জীবনের মতো দণ্ডের সংখ্যা বাড়ানোর সতর্কতা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত্যুদণ্ড ছাড়া সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে কোন আপিলের সুযোগ থাকবে না। আনাদোলু এজেন্সির খবর।
স্থানীয় গণমাধ্যম ইরাবতী জানায়, দেশটির প্রায় সাড়ে ৩শ' শহরের মধ্যে ৬০টিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছে, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি কাউন্সিল।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি তারিখে সামরিক অভ্যুত্থানে অং সান সু চি'র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে। এর আগে ২০২০ সালের নভেম্বরে সু চি'র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দল দেশটির জাতীয় নির্বাচনে জয়ী হয়।