Can't found in the image content. প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তরুণীর বিরুদ্ধে মামলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তরুণীর বিরুদ্ধে মামলা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০২৩

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তরুণীর বিরুদ্ধে মামলা
প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক তরুণীর বিরুদ্ধে তিন মিলিয়ন ডলারের (সাড়ে ২৪ কোটি টাকা) মামলা করেছেন প্রত্যাখ্যাত ব্যক্তি। সম্প্রতি সিঙ্গাপুরে এ অদ্ভুত ঘটনা ঘটেছে। খবর দ্য স্ট্রেইট টাইমস ও এনডিটিভির।

নোরা ট্যান নামের এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কে কাশিগান নামে এক ব্যক্তি। তবে নোরা তাকে ফিরিয়ে দেন। এরপর ওই তরুণী তাকে ‘অবসাদের’ দিকে ঠেলে দিয়েছেন এবং এতে ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ হয়েছে উল্লেখ করে মামলা করেন কাশিগান। গত ১৮ মাস ধরে এ নিয়ে আইনি লড়াই চলছে।

২০১৬ সালে নোরা ও কাশিগানের দেখা হয়। দ্রুতই তারা বন্ধু হয়ে ওঠেন। তাদের সম্পর্কে ফাটল ধরে ২০২০ সালের সেপ্টেম্বরে যখন কাশিগান জানতে পারেন, নোরা তাকে শুধুই বন্ধু হিসেবে বিবেচনা করেন। বিষয়টি জানতে পেরে অসন্তুষ্ট হয়ে ওঠেন কাশিগান এবং প্রেমের সম্পর্কে লিপ্ত না হলে নোরার বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

এরপর বিষয়টি সহজ করতে কাশিগানের সঙ্গে কাউন্সেলিং সেশনে অংশ নিতে সম্মত হন নোরা, যা দেড় বছরের বেশি সময় ধরে চলেছিল। তবে একপর্যায়ে তিনি অস্বস্তি বোধ করার কথা জানান। বিষয়টি ভালোভাবে নেননি কাশিগান।

গত বছরের মে মাসে কাশিগানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন নোরা। এরপর তার বিরুদ্ধে তিন মিলিয়ন ডলারের মামলা করা হয়। এ ছাড়াও ২২ হাজার মার্কিন ডলারের আরও একটি মামলা করা হয় নোরার বিরুদ্ধে। কাশিগানের অভিযোগ, সম্পর্ক ঠিক করার যে চুক্তি দুজনের মধ্যে ছিল নোরা তা ভেঙে চলে গেছেন।

আদালতে কাশিগান অভিযোগ করেছেন, নোরার কিছু মন্তব্য ও অবহেলায় তার ব্যবসায়িক ক্ষতি হয়েছে। তবে এর মধ্যে নোরার বিরুদ্ধে আনা ২২ হাজার মার্কিন ডলারের মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। রায়ে কাশিগানের অভিযোগকে ভিত্তিহীন বলে ঘোষণা করা হয়।