ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বর্তমান পরিস্থিতিকে নাৎসি আগ্রাসন দমনের সঙ্গে তুলনা করেছেন পুতিন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০২৩

বর্তমান পরিস্থিতিকে নাৎসি আগ্রাসন দমনের সঙ্গে তুলনা করেছেন পুতিন
ইউক্রেনে সামরিক অভিযানকে জার্মান নাৎসি আগ্রাসন দমনের সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মানিসহ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা অন্য দেশগুলোর বিরুদ্ধেও শক্ত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাশিয়ার স্তালিনগ্রাদ শহরের দখল ধরে রাখতে জার্মানির বিরুদ্ধে ইতিহাসের নৃশংসতম যুদ্ধের ৮০তম বার্ষিকীতে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। 

স্তালিনগ্রাদের পরিবর্তিত নাম ভলগোগ্রাদ শহরে যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে শ্রদ্ধা জানিয়ে নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। পরে সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পুতিন বলেন, ইউক্রেনে ট্যাংক পাঠিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে জার্মানি। এতে আবার নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের মুখোমুখি রুশ সেনারা। 

এ প্রসঙ্গে ইউক্রেনে ট্যাংক, মিসাইলসহ যুদ্ধাস্ত্র সরবরাহ করায় জার্মানির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন পুতিন। জার্মানি, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিরুদ্ধে রাশিয়ার কঠোর ব্যবস্থার জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ার করেন তিনি।