Can't found in the image content. ‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২, ২০২৩

‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে’
স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। দেশের উন্নয়নে পরিচালিত প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম বুনিয়াদ হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। কর্মকর্তাদেরকে এই ধারণার সঙ্গে পরিচিত হয়ে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।

এ সময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান নুরুজ্জামান আহমেদ।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।