Can't found in the image content. গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবি

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২, ২০২৩

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার করার দাবি
গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইসিবি)। 

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আইসিবি সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জি-স্কপের যুগ্ম সমন্বয়ক আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৩ হাজার টাকার নিচে হলে তা কোনোভাবে ন্যায্য মজুরি হবে না। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের জন্য অবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ও  ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকাসহ পাঁচটি গ্রেডে মজুরি কাঠামো ঘোষণা করার দাবি জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব দাবিতে আগামী ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌথ শ্রমিক সমাবেশ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে।