ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ছয় মাস পর শুরু হলো জাবির ১ম বর্ষের ক্লাশ

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ৩১, ২০২৩

ছয় মাস পর শুরু হলো জাবির ১ম বর্ষের ক্লাশ
দীর্ঘ প্রায় ছয় মাস পর  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১ম বর্ষের ক্লাশ শুরু হয়েছে আজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমূখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩১ জুলাই থেকে ৪ আগষ্ট। প্রায় ২ হাজার শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম শেষ হয় গত নভেম্বর মাসে। এর পর গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল উদ্বোধন করে নবীনদের ক্লাশ শুরুর ঘোষণা করলেও পরবর্তীতে নতুন হলের নির্মাণ কার্যক্রম শেষ না হওয়ায় তারিখ পিছিয়ে ৩১ জানুয়ারী করা হয়।

সদ্য ক্যাম্পাসে আসা বিশব্বিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ফাহিম মল্লিক বলেন, 'ভর্তি পরীক্ষা থেকে ক্লাশ শুরু হওয়ার মধ্যবর্তী একটা দীর্ঘ  সময় অবসরে কেটে গেছে। যেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা শেষ হওয়ার  মাসের ক্লাশ শুরু হয়ে যায় সেখানে  আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্লাশ শুরু করতে না পারাটা ব্যর্থতাই ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পর ক্যাম্পাসে এসে খুবই ভালো লাগছে'।

নবীন ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের আরেক শিক্ষার্থী জাহিদ শিহাব বলেন, 'জাহাঙ্গীরনগরের প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা যখন কলেজে পড়তাম তখন থেকেই শুনতাম কিন্তু ভর্তি পরিক্ষার আগে কখনো আসা হয়নি। প্রথমদিন ক্লাশ করতে আসার অনুভূতি সত্যিই অসাধারণ।  শিক্ষকদের বন্ধুসুলভ আচরণ আর ক্যাম্পাসের মনোরম পরিবেশ সহজেই যেকোন শিক্ষার্থীকে আকর্ষণ করবে। এরকম একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত'।