ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু, সংঘর্ষে আহত ৫৮

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, জানুয়ারী ২১, ২০২৩

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু, সংঘর্ষে আহত ৫৮

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ পেরুতে বামপন্থি প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে ক্ষমতাচ্যুত করা হয় সম্প্রতি। এ ঘটনার জেরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছেই। শুক্রবার(২০ জানুয়ারি) চলমান বিক্ষোভে অংশ নিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন অন্তত ৫৮ জন।

বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে টিয়ার গ্যাস ছোড়ে ছত্রভঙ্গ করে দেয় দেশটির পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হন আরও অনেকে।

পেরুর ন্যায়পালের একটি প্রতিবেদনে জানানো হয়, বিকাল পর্যন্ত বিক্ষোভে দেশব্যাপী ৫৮ জন আহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিসেন্তে রোমেরো এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণাঞ্চলের পুনোতে ১ হাজার পাঁচশ বিক্ষোভকারী একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। একটি পুলিশ স্টেশনেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার লিমার সবচেয়ে ঐতিহাসিক ভবনগুলো মধ্যে একটি পুড়ে যায়। এরপর থেকে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে।

পেদ্রো কাস্তিলিওর পর দেশটির নতুন প্রেসিডেন্ট হন দিনা বলুয়ার্তে। তিনি পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট। বলুয়ার্তে তার পদত্যাগ করার এবং আগাম নির্বাচন করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে সংলাপের আহ্বান জানিয়েছেন তিান এবং অরাজকতার সঙ্গে জড়িতদের শাস্তির প্রতিশ্রুতিও দিয়েছেন।

বিক্ষোভকারীদের অধিকাংশই কাস্তিলিওর সমর্থক বলে জানা গেছে। ২০২৬ সাল পর্যন্ত কাস্তিলিওর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দিনা বলুয়ার্তেকে ক্ষমতায় থাকার অনুমতি দেওয়ার পরিবর্তে পেরুর জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে তারা।

সূত্র: আল-জাজিরা