Can't found in the image content. ভোট কারচুপির মামলা করে নিজেই ফাঁসলেন ট্রাম্প | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ভোট কারচুপির মামলা করে নিজেই ফাঁসলেন ট্রাম্প

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, জানুয়ারী ২১, ২০২৩

ভোট কারচুপির মামলা করে নিজেই ফাঁসলেন ট্রাম্প
ভোট কারচুপির অভিযোগে মামলা করায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিপুল পরিমাণ জরিমানা করেছেন দেশটির একটি আদালত।

আদেশে বলা হয়েছে, মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলায় ট্রাম্প ও তাঁর প্রধান অ্যাটর্নি আলিনা হ্যাবা এবং তাঁর পক্ষে মামলা লড়া অন্য আইনজীবীদের প্রায় ১০ লাখ ডলার জরিমানা গুনতে হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ রায় দেন ডিস্ট্রিক্ট জজ জন মিডলব্রুকস। খবর রয়টার্সের।

জন মিডলব্রুকসকে ১৯৯৭ সালে আদালতের এই বেঞ্চে বসিয়েছিলেন হিলারি ক্লিনটনের স্বামী ও তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ৪৫ পৃষ্ঠার রায়ে জন মিডলব্রুকস বলেন, ট্রাম্পের অভিযোগটি আমলযোগ্য ছিল না। তাই তা গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে এ ইস্যুতে আর কোনো মামলাও আদালত শুনবে না। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন। তাঁর বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।