Can't found in the image content. বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ১৯, ২০২৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে। যুক্তরাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে জ্বালানি পণ্যটির মজুত বেড়েছে। এতে চাহিদা কমার উদ্বেগ তৈরি হয়েছে। ফলে দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৮৬ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৮ ডলার ৬২ সেন্টে।

অন্যদিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দরপতন ঘটেছে ৭৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৮৪ ডলার ২৫ সেন্টে।

আগের দিন বুধবার (১৮ জানুয়ারি) যার দাম কমে ১ শতাংশ। এ নিয়ে টানা দুই দিন তেলের দাম কমলো। 

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রত্যাশ্যার চেয়ে বেশি খুচরা বিক্রি কমেছে। এরপর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ৫ শতাংশের বেশি সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তারা। 

এতে মার্কিন অর্থনীতি ধীর থাকার পূর্বাভাস মিলেছে। ফলে তেলের বাজারেও নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।  

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে এএনজেড রিসার্চ বিশ্লেষকরা বলেন, মন্দার শঙ্কা জিইয়েই আছে। সেই মাত্রা বাড়তেও পারে।