Can't found in the image content. ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, জানুয়ারী ১৮, ২০২৩

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সুলাওয়েসে দ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে, পার্শ্ববর্তী দেশ ফিলিপাইনেও এটির কম্পন অনুভূত হয়েছে ব্যাপকভাবে।

ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপের দক্ষিণপূর্বাঞ্চলীয়  মেলেঙ্গুয়েনে শহরের ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে সংস্থা।

স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুরু হওয়ার পর বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল কম্পন। এ সময় প্রচণ্ডভাবে কাঁপতে থাকা বিভিন্ন ভবন থেকে প্রাণভয়ে পড়িমরি করে ছুটে বের হচ্ছিল লোকজন।

তবে কম্পনের মাত্রা ব্যাপক থাকলেও কোনো ভবন ভেঙে পড়া বা হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বলে রয়টার্সকে নিশ্চিত করেছে সুলাওয়েসি প্রাদেশিক পুলিশ।

সুলাওয়েসি দ্বীপ থেকে কয়েক নটিক্যাল মাইল দূরেই ফিলিপাইনের মালুকু দ্বীপ। মালুকুর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন বুধবারের ভূমিকম্পের কম্পন ব্যাপকভাবে অনুভূত হয়েছে মালুকুসহ দেশটির দক্ষিণাঞ্চলেও। ভূমিকম্পের কারণে সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য সংগ্রহে তৎপরতা শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়া-ফিলিপাইনে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। গত সপ্তাহেও ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। অবশ্য তাতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।