Can't found in the image content. সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করেছে বিটিআরসি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করেছে বিটিআরসি

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১৭, ২০২৩

সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করেছে বিটিআরসি
দেশে আমদানি করা এবং উৎপাদিত সব স্মার্টফোনে বিজয় কি-বোর্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কি-বোর্ড প্যাকেজ কিট (এপিকে) ইনস্টল করা না থাকলে বাংলাদেশের বাজারে সেটি ছাড়া যাবে না বলে নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।  

সম্প্রতি মোবাইলফোন আমদানিকারক ও উৎপাদনকারীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বিটিআরসি।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক কাজী মো. আহসানুল হাবীব মিথুন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সব স্মার্ট মোবাইলফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। 

চিঠিতে আরও বলা হয়, আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদন করা সব স্মার্ট হ্যান্ডসেট আগে বিটিআরসি সরবরাহ করা বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে তা কমিশনে দেখাতে হবে। তাছাড়া কোনও স্মার্টফোন বাজারজাতকরণের অনাপত্তি বা ছাড়পত্র দেয়া হবে না। নির্দেশনাটি চিঠি পাঠানোর তারিখ থেকে কার্যকর করা হয়েছে।

তবে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয় চিঠিটিতে। চিঠি পাঠানোর তিন দিনের মধ্যে ফাইলটি সংশ্লিষ্ট বিভাগ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।