সোলেদার দখলের পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মধ্যে ঘন কুয়াশার কারণে সঠিক অবস্থানগুলো অবিলম্বে নির্ধারণ করা যায়নি।
শনিবার সকালে এ বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে নিশ্চিত করেছেন কিয়েভের প্রেসিডেন্ট অফিসের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো। খবর সিএনএনের।
তিনি বলেন, রাজধানীতে হামলা হয়েছে। এ হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শহরের পূর্ব তীরে হামলা হয়েছে, দিনিপ্রোভস্কি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব পরিষেবা ঘটনাস্থলে যাচ্ছে।
ক্লিটসকো বলেন, একটি রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রাজধানীর পশ্চিম তীরে হলোসিভস্কি জেলা নামে পরিচিত একটি অনাবাসিক এলাকায় পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি সেখানে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।