ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

শেকৃবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, অক্টোবর ১৮, ২০২১

শেকৃবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সম্প্রীতি বিনষ্টকারী গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগ। রোববার বিকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যালয় থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং দেশরত্ন শেখ হাসিনার সকল প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করতে একটি সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশ সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মৌলবাদী গোষ্ঠীর সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে থাকবে।

শেকৃবি ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মিঠু বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছিল। আজ হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে অসাম্প্রদায়িকতার জন্য কর্মসূচি করতে হচ্ছে। শারদ উৎসবে যে মৌলবাদী, উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে তার জন্য শেকৃবি ছাত্রলীগের পক্ষ থেকে ধিক্কার জানাই। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে এই ছাত্রলীগ নেতা বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নেই, সবাই দেশের নাগরিক। ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তারাই দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা কখনও সফল হতে পারবে না। 

কর্মসূচিতে শেকৃবির সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।