Can't found in the image content. পেছালো জাবির প্রথম বর্ষের ক্লাশ, শুরু হবে ৩১ জানুয়ারি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পেছালো জাবির প্রথম বর্ষের ক্লাশ, শুরু হবে ৩১ জানুয়ারি

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বুধবার, জানুয়ারী ১১, ২০২৩

পেছালো জাবির প্রথম বর্ষের ক্লাশ, শুরু হবে ৩১ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ আরও একধাপ পিছিয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভোস্ট কমিটির সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'প্রভোস্ট কমিটির সভায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস পূর্বনির্ধারিত ১৫ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা নবনির্মিত হল দুইটি উদ্বোধন করবো। প্রথমত আবেদনকারী পুরাতন শিক্ষার্থীদেরকে হলে উঠানো হবে৷ পরবর্তীতে আসন ফাঁকা সাপেক্ষে নবীন শিক্ষার্থীদেরকে হল বরাদ্দ দেওয়া হবে। হল বরাদ্দের তালিকা ক্লাস শুরুর পূর্বেই জানিয়ে দেওয়া হবে।'

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট পাঁচটি ইউনিটের অধীনে জাবির স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচ মাসের অধিক সময় পেরিয়ে গেলেও নবীন শিক্ষার্থীদের ক্লাস এখনও শুরু হয়নি।