Can't found in the image content. গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন মাহমুদ হাসান রিপন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন মাহমুদ হাসান রিপন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, জানুয়ারী ১১, ২০২৩

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন মাহমুদ হাসান রিপন
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মাহমুদ হাসান রিপন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। ১/১১'র সময় শেখ হাসিনার কারামুক্তির আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।

৪ঠা জানুয়ারি,২০২৩ অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৩৩ হাজার ৩২৬ ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করেন মাহমুদ হাসান রিপন।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ জানুয়ারি, ২০২৩ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মাহমুদ হাসান রিপনকে সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।


গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি আসনের এই  উপনির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা হয়েছে । সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া মারা যাওয়ার পর গত ১২ অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও ভোট গ্রহনের দিন মধ্যভাগে ভোট বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। নির্বাচনে কোনো সহিংসতা না হলেও ঢাকায় বসে  সিসিটিভি ফুটেজ দেখে অনিয়মের অভিযোগে ভোট বাতিল করেন নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের ইতিহাসে কিছু কেন্দ্রে 'অনিয়মের অভিযোগে' তুলে কোনো সংসদীয় আসনের সকল কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করার ঘটনা দেশে এটাই প্রথম।

এরপর ৪ঠা জানুয়ারি, ২০২৩ নতুন করে ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। আগেরবারের মতোই এবারো ৯৫২টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ৩ লাখ ৩৯ হাজার ভোটারের ভোট নেওয়ার ব্যবস্থা হয় এবং সকল ভোটকেন্দ্র সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি নজরদারি করেন নির্বাচন কমিশনারগন। 

ভোটের দিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, এবার চমৎকার ভোট হয়েছে। কড়া নজরদারিতে অনুষ্ঠিত অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এই নির্বাচনে শেষ পর্যন্ত বিপুল ভোটে বড় জয় পান আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।