Can't found in the image content. হজে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি আরব | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

হজে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি আরব

ধর্মকথা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩

হজে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি আরব

ফাইল ছবি

এ বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রাখবে না সৌদি আরব। দেশটির এক মন্ত্রী গতকাল সোমবার এ কথা বলেছেন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রেখেছিল সৌদি সরকার। 

হজ ও ওমরাহবষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীর সংখ্যা করোনা মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না। খবর এএফপির।

সক্ষম মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। ইসলাম ধর্মাবলম্বীদের পাঁচটি ফরজের মধ্যে হজ একটি। আগামী জুন মাসে হজ অনুষ্ঠিত হওয়ার কথা।